বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভুশি রাজশাহীতে অবস্থিত বেসরকারি মেডিকেল কলেজ ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ পরিদর্শন করেছেন। বুধবার (১৪ মে) রাষ্ট্রদূতের আগমন উপলক্ষ্যে মেডিকেল কলেজের অডিটরিয়ামে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার কাজী মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং শিশু বিভাগের রেজিস্ট্রার ডাক্তার গোলাম রব্বানীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ডক্টর মো. কামাল উদ্দিন, আরও বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের ডাইরেক্টর (এডমিন) জনাব ইমাজ উদ্দিন মন্ডল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মো. শফিউল্লাহ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজী বিভাগের সহকারী অধ্যাপক ডা. এম. মোরশেদ জামান মিঞা এবং অর্থোপেডিক বিভাগের সার্জন ডাক্তার এ এস এম আব্দুল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনেস্থেশিয়া বিভাগের অধ্যাপক ডাক্তার মো. জাহাঙ্গীর। তিনি বলেন ইরান মেডিকেল সায়েন্সে অনেক উন্নতি লাভ করেছে। যা আমাদের বাংলাদেশে ফ্রেন্ডশীপ হাসপাতালের মত প্রতিষ্ঠান গড়ে স্বাস্থ্য ব্যবস্থায় ভূমিকা রাখতে পারে।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মনসুর চাভুশি বাংলাদেশের প্রতি ইরানের ভালোবাসার কথা জানান। তিনি স্বাস্থ্য ব্যবস্থায় ইরানের কার্যক্রম নিয়ে বক্তব্য প্রদান করেন। মেডিকেল কলেজে আমন্ত্রণ জানানোয় ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ডা. কাজী মহিউদ্দিন আহমেদ বলেন, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজে বিশ্বের বিভিন্ন দেশের বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনা করছেন এবং বিদেশিদের জন্য সকল সুযোগ সুবিধা রয়েছে। এর পাশাপাশি মেডিকেল বিজ্ঞান গবেষণা এবং বাংলাদেশ এবং ইরানের মাঝে যেকোনো এক্সচেঞ্জ প্রোগ্রামের সুযোগ থাকলে আমরা আগ্রহী ভুমিকা পালন করবো।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের রাষ্ট্রদূত পত্মী জাহরা চাভুশি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ভিজিটিং প্রফেসর ইসমায়েল সাদেঘি এবং ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ।
অনুষ্ঠান শেষে ইরানের রাষ্ট্রদূতক ক্রেস্ট প্রদান করা হয় এবং ইরান- বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উপর বক্তব্য রাখেন ইরানের ইস্পাহান মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করে আসা ডাক্তার কামরুজ্জামান নাবিল।
আরও পড়ুন