যুক্তরাজ্যভিত্তিক মানবিক সংগঠন মুনতাদা এইড বাংলাদেশে জন্মগত হৃদরোগে আক্রান্ত দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের সার্জারি ও চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করবে। এ লক্ষ্যে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং মুনতাদা এইড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৪ মে) বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক শিশু জন্মগত হৃদরোগ নিয়ে জন্ম নেয়, যাদের অনেকেই অর্থাভাবে পর্যাপ্ত চিকিৎসা পায় না। সমঝোতার ফলে সেইসব শিশু ও তাদের পরিবার আশার আলো দেখতে পাবে এবং উন্নত চিকিৎসাসেবা লাভের সুযোগ পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুল হক সহ অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তাগণ এবং মুনতাদা এইড-এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উভয় প্রতিষ্ঠান এই সহযোগিতাকে একটি মানবিক অংশীদারিত্ব হিসেবে উল্লেখ করেন।
আরও পড়ুন