শিশু বিশেষজ্ঞ ডা. মো. জমির উদ্দীন
না ফেরার দেশে চলে গেলেন শিশু বিশেষজ্ঞ ডা. মো. জমির উদ্দীন। মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ফেসবুক পেইজে এ তথ্য শেয়ার করা হয়েছে।
ডা. মো. জমির উদ্দীন বেশ কিছুদিন যাবত নানাবিধ শারিরিক অসুস্থতায় ভুগছিলেন। কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ছিলেন তিনি।
সাহিত্যকর্মী আল-হিমেল লিখেছেন, শ্রদ্ধেয় শিশু কনসালটেন্ট ডা. মো. জমির উদ্দীন স্যার খুব ভালো মনের মানুষ ছিলেন। স্যারের সঙ্গে শিশু ওয়ার্ডের সেই দিনগুলো খুব মনে পড়ছে আজ। স্যার সবার সঙ্গে আপনি আপনি করে কথা বলতেন। সবার সঙ্গে হাসিমুখে কথা বলতেন।
শিশু বিশেষজ্ঞ ডা. মো. জমির উদ্দীনের মৃত্যুতে কুষ্টিয়ায় চিকিৎসকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন