রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং শিক্ষার্থীদের মধ্যে হামলা, পাল্টা হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০জন আহত হয়েছে।
যোগ্য শিক্ষক নিয়োগ সহ নানা দাবিতে আলাদা আলাদা ব্যানারে আন্দোলন করছে আসছে বিএসসি ও ডিপ্লোমা নার্সিংয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৩ মে) দুপুরে রাজশাহী নার্সিং কলেজের অডিটোরিয়ামে এক সভায় যান ডিপ্লোমা নার্সিংয়ের কয়েকজন। সেখানে বিএসসি নার্সিংয়ের শিক্ষার্থীদের সাথে তর্ক বির্তক শুরু হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ডিপ্লোমা শিক্ষার্থীরা কলেজের বাইরে এসে গেটে অবস্থান নেয়। আর বিএসসি নার্সিংয়ের শিক্ষার্থীরা কলেজের গেট বন্ধ করে ভেতরে অবস্থান নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। পুলিশের উপস্থিতিতেই ভাঙা হয় গেট। শুরু হয় বিএসসি ও ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের মধ্যে ইট ছোঁড়াছুঁড়ি। ঘটে হামলা, পাল্টা হামলা, মারধরের ঘটনা।
পরে সেনাবাহিনী এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।
আরও পড়ুন