Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১৩ মে, ২০২৫


প্রমাণভিত্তিক চিকিৎসাকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই: বিএমইউ ভিসি

Main Image

অধ্যাপক ডা. মো. আবু জাফর


বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেছেন, বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির যুগে ইভিডেন্স বেইজড মেডিসিন বা প্রমাণভিত্তিক চিকিৎসাকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই। প্রমাণভিত্তিক চিকিৎসাকে ছড়িয়ে দিতে পারলে রোগী তথা জনস্বার্থ সংরক্ষণসহ সামগ্রিক চিকিৎসায় বিরাট পরিবর্তন আসবে। মঙ্গলবার (১৩ মে) সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স রুমে বিএমইউর ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ইভিডেন্স বেইজড মেডিসিন বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে ভিসি একথা বলেন।  

 

অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম আরও বলেন, প্রমাণভিত্তিক চিকিৎসা হলো সত্যের সাক্ষ্য। চিকিৎসকরা যদি তাদের প্রেসক্রিপশনে গাইডলাইন এবং প্রমাণভিত্তিক চিকিৎসাকে অনুসরণ করে ওষুধ লিখেন, চিকিৎসা পরামর্শ দেন তাহলে রোগীরা যেমন সঠিক চিকিৎসাসেবা পাবেন আবার চিকিৎসক সমাজের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতেও বড় অবদান রাখবে। নতুন জ্ঞান আহরণ, গুণগত মানসম্মত চিকিৎসা শিক্ষার প্রসার, আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকা, রোগীসহ জনস্বার্থ রক্ষা করা, যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করা, রোগীদের দুর্ভোগ লাঘবসহ বিভিন্ন বিষয়ে প্রমাণভিত্তিক চিকিৎসার অবদান অপরিসীম।   
 
উল্লেখ্য, ইভিডেন্স বেইজড মেডিসিন হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যা রোগীর চিকিৎসায় সর্বোত্তম বর্তমান বৈজ্ঞানিক প্রমাণ, চিকিৎসকের অভিজ্ঞতা এবং রোগীর পছন্দ ও মূল্যবোধকে একত্রিত করে ব্যবহার করা হয়। এটি চিকিৎসাকে আরও নিরাপদ ও কার্যকর করে তোলে। অপ্রয়োজনীয় চিকিৎসা হ্রাস করে এবং  রোগীর সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিতকরণেও ভূমিকা রাখে। কর্মশালায় অংশ নিচ্ছেন- বিএমইউর ফিটোমেটারনাল মেডিসিন বিভাগ, কার্ডিওলজি বিভাগ, রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগ, পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগের ডিপার্টমেন্টাল কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির ২০ জন সদস্য। 

 

উদ্বোধনী দিনে রিসোর্স পারসনস হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম ও বায়োকেমিস্ট্রি ও মলিকিউলার বায়োলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ মোজাম্মেল হক। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ফিটোম্যাটানাল মেডিসিন বিভাগের কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সদস্য অধ্যাপক ডা. নাহরীন আখতার, বিভাগীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. তাবাসসুম পারভীন, সদস্য অধ্যাপক ডা. সৈয়দা সাঈদা, রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দা নাজলী মোস্তফা, পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগের কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভাপতি অধ্যাপক ডা. আফরোজা বেগম প্রমুখ অংশ নেন। কর্মশালাটি সঞ্চালনা করেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ডা. দীনে মুজাহিদ মোঃ ফারুক ওসমানী ও অতিরিক্ত পরিচালক ডা. তারিক রেজা আলী ।

     

কর্মশালায় বায়োকেমিস্ট্রি ও মলিকিউলার বায়োলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মোজাম্মেল হক, ক্রিটিক্যালি এ্যাপরাইজিং দ্যা ইভিডেন্সেস এন্ড রিলিভেন্ট স্ট্যাটিকস (Critically Appraising the Evidences & Relevant Statistics) বিষয়ে অত্যন্ত প্রাঞ্জল, প্রাণবন্ত ভাষায় ও ইন্টারএ্যাক্টিভলিভাবে তাঁর প্রজ্ঞাময় তথ্য সমৃদ্ধ প্রবন্ধ উপস্থাপন করেন।

 

আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম ইভিডেন্স বেইজড মেডিসিন এর ইতিহাস ও প্রয়োজনীয়তা বিশদভাবে তুলে ধরেন। তিনি ইভিডেন্স বেইজড মেডিসিনের ইন্ট্রোডাকশন, ইভালুয়েশন, ফরমুলেটিং ক্লিনিক্যাল কোয়েশন্সস বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

আরও পড়ুন