Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১৩ মে, ২০২৫


চক্ষু বিশেষজ্ঞদের ৩ দিনব্যাপী সম্মেলন শুরু

Main Image

অধ্যাপক ডা. মো. আবু জাফর


রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে দেশি-বিদেশি চক্ষু বিশেষজ্ঞদের অংশগ্রহণে ৩ দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলন। বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির (ওএসবি) আয়োজিত ৫২তম বার্ষিক সম্মেলনে আধুনিক চক্ষু চিকিৎসা, প্রযুক্তি ও গবেষণা বিষয়ে আলোচনা করবেন দেশ-বিদেশের খ্যাতিমান চিকিৎসকরা। মঙ্গলবার (১৩ মে) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মেলন উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান, বিএমইউ-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওএসবি আহ্বায়ক অধ্যাপক ডা. মো. শাহাব উদ্দিন। তিনি বলেন, “চক্ষু চিকিৎসায় বৈশ্বিক অগ্রগতি ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দেশি চিকিৎসকদের জন্য এটি আন্তর্জাতিকমানের একটি শেখার সুযোগ। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশে চক্ষু চিকিৎসা আরও আধুনিক ও জনকল্যাণমুখী হবে বলে আমরা আশা করি।”

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অভ্যর্থনা উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সাংগঠনিক উপ-কমিটির চেয়ারম্যান ডা. মো. তৌহিদুর রহমান। এ ছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব অধ্যাপক ডা. মো. জিন্নুরাইন (নিউটন)।

 

উদ্বোধনের পর শুরু হয়েছে মূল বৈজ্ঞানিক অধিবেশন, যেখানে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা আধুনিক চক্ষু চিকিৎসা প্রযুক্তি, গবেষণা ও জটিল রোগ নিরাময়ে সাম্প্রতিক অগ্রগতির ওপর আলোচনা করছেন। বৃহস্পতিবার (১৫ মে) পর্যন্ত চলবে এ সম্মেলন।

 

সম্মেলনের মাধ্যমে দেশীয় চিকিৎসকদের জন্য আন্তর্জাতিক মানের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম তৈরি হয়েছে বলে জানান আয়োজকরা।

আরও পড়ুন