মেডিকেল ডিভাইস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ বছরের জন্য সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে ওয়াসিম আহমেদ ও মো. একরামুল কবীর নির্বাচিত হয়েছেন। বুধবার (৭ মে) অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় সদস্যদের প্রত্যেক্ষ ভোটে এই কমিটি গঠন করা হয়। নির্বাচন পরিচালনা করেন সংগঠননের নির্বাচন কমিশনার গোলাম কুদ্দুস।
এছাড়াও নতুন কমিটিতে সহ-সভাপতি পদে মো. হারুন অর রশিদ খান ও মো. আবু আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শামীম আল মামুন ও সুজায়েত হোসেন নির্বাচিত হয়েছেন। এছাড়া কোষাধ্যক্ষ পদে মো. মাহফুজুর রহমান, দপ্তর সম্পাদক মো. আশরাফুল করিম দায়িত্ব পালন করবেন।
কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এ কে এম জাহেদ হোসেন, ফজলে রাব্বি শুভ, মো. মোস্তফা কামাল ও মো. মোস্তাফিজুর রহমান।
নবনির্বাচিত সভাপতি ওয়াসিম আহমেদ অ্যাসোসিয়েশনের সুনাম অক্ষুণ্ন রাখার পাশাপাশি হার্টের রিং সুলভ মূল্যে প্রাপ্তির চেষ্টা করবেন উল্লেখ করে নির্বাচিত করায় সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।
আরও পড়ুন