Advertisement
Doctor TV

সোমবার, ১২ মে, ২০২৫


হিটস্ট্রোকে আক্রান্তদের ফ্রি চিকিৎসা দেবে ডিএনসিসি হাসপাতাল

Main Image

ডিএনসিসি ডেডিকেটেড কভিড ১৯ হাসপাতাল


হিটস্ট্রোকে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কভিড-১৯ হাসপাতালের তত্ত্বাবধায়নে একটি হিটস্ট্রোক সেন্টার খোলা হয়েছে। সেখানে তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীদের ফ্রি চিকিৎসা দেওয়া হবে। রোববার (১১ মে) সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস (জাতীয় জরুরি সেবা) ৯৯৯ এ ঢাকা উত্তর সিটি করপোরেশনের এই জরুরি জনগুরুত্বপূর্ণ সেবাটি অন্তর্ভুক্ত করা হয়েছে। হিট স্ট্রোকে আক্রান্ত উত্তর সিটি করপোরেশনের নাগরিকরা ৯৯৯ এ যোগাযোগ করে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পেয়ে পাবেন।

 

তাছাড়া চলমান তীব্র তাপদাহ মোকাবেলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের এলাকার মসজিদসমূহের কমিটির মাধ্যমে সকাল ১১টা থেকে মাগরিবের নামাজ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করে মসজিদের প্রধান কক্ষ এবং অজুখানাসমূহ জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।


ডিএনসিসির প্রশাসক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের মসজিদ কমিটির সঙ্গে যোযোগ করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করে চিঠির মাধ্যমে এ নির্দেশনা নিশ্চিত করা হবে। 

আরও পড়ুন