ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল
অধীনস্থ কর্মীদের স্বাস্থ্য ব্যয় বহনের লক্ষ্যে বীমার আওতায় এনেছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ। শনিবার (১০ মে) সন্ধায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এন এইচ এফ কেয়ারস এর আওতায় সকল কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে স্বাস্থ্য ও জীবন বীমা বাধ্যতামূলক করা হয়েছে, যার বাৎসরিক প্রিমিয়াম ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বহন করবে।
উল্লেখ্য, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের অধীনে প্রায় ২ হাজার কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন বিভাগে কর্মরত আছেন- যারা বিভিন্ন পর্যায়ে রোগীদের সেবায় নিয়োজিত। তাদের সুস্বাস্থ্য রক্ষায় ও স্বাস্থ্য ব্যয় বহনের জন্য ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এই অনুকরণীয় উদ্যোগ গ্রহণ করেছে।
প্রসঙ্গতঃ এদেশের হৃদরোগের চিকিৎসার জন্য ১৯৭৮ সাল থেকে কাজ করছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ। প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও সাহায্যপুষ্ট অলাভজনক, সেবামূলক বেসরকারি প্রতিষ্ঠান।
আরও পড়ুন