Advertisement
Doctor TV

শনিবার, ১০ মে, ২০২৫


‘টাইম ১০০ হেলথ’ তালিকায় স্থান পেলেন আইসিডিডিআরবির ড. তাহমিদ

Main Image

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) নির্বাহী পরিচালক (ইডি) ড. তাহমিদ আহমেদ


টাইম ম্যাগাজিনের ২০২৫ সালের “টাইম ১০০ হেলথ” তালিকায় স্থান পেলেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) নির্বাহী পরিচালক (ইডি) ড. তাহমিদ আহমেদ। টাইমের এই বার্ষিক তালিকায় বৈশ্বিক স্বাস্থ্য খাতে সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তিকে স্বীকৃতি জানানো হয়েছে।

 

বুধবার (৭ মে) মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি এবং সীমিত সম্পদপূর্ণ পরিবেশে প্রমাণভিত্তিক স্বাস্থ্যসমাধানে ড. তাহমিদের অগ্রণী অবদানকে এই স্বীকৃতির মাধ্যমে সম্মান জানানো হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. তাহমিদের নেতৃত্বে আইসিডিডিআরবি যুগান্তকারী গবেষণা ও জীবনরক্ষাকারী পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে এর সুফল বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে পৌঁছেছে।

 

আগামী ১৩ মে নিউইয়র্কে “টাইম১০০ ইমপ্যাক্ট ডিনার: লিডারস শেইপিং দ্য ফিউচার অব হেলথ” শীর্ষক অনুষ্ঠানে অন্যান্য মনোনীতদের সঙ্গে অংশ নেবেন ড. তাহমিদ। সেখানে তিনি বক্তব্য প্রদান করবেন। পরে এটি টাইমের সম্পাদকীয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হবে।

 

এই স্বীকৃতি শুধু ড. তাহমিদের ব্যক্তিগত অর্জন নয়, বরং তরুণ বাংলাদেশি বিজ্ঞানী ও গবেষকদের জন্য একটি দৃষ্টান্ত।

 

এদিকে, টাইমের ২০২৫ সালের হেলথ ১০০ তালিকায় অন্তর্ভুক্ত হওয়া অত্যন্ত গৌরবের বলে মন্তব্য করেছেন ড. তাহমিদ আহমেদ। তাঁর ভাষায়, এই স্বীকৃতি শুধুমাত্র আমার নয়; এটি আইসিডিডিআরবির প্রতিভাবান বিজ্ঞানী ও কর্মীদের, আমাদের বৈশ্বিক অংশীদারদের এবং সেই সব কমিউনিটির, যাদের জন্য আমরা কাজ করি।

 

জানা গেছে, টাইম১০০ হেলথ তালিকাটি (http://www.time.com/time100health) ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।  টাইম ম্যাগাজিনের ২৬ মে ২০২৫ সংখ্যায় তা ছাপা হবে।

আরও পড়ুন