Advertisement
Doctor TV

শুক্রবার, ৯ মে, ২০২৫


নেশাগ্রস্ত অবস্থায় হাসপাতালে মাতলামি, ২ যুবক আটক

Main Image


মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেশাগ্রস্ত অবস্থায় মাতলামি করার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে হাসপাতাল ভবনের চতুর্থ তলায় এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চরকাঁচিকাটা গ্রামের মো. নাহিদ এবং শিবচর পৌর এলাকার কেরানীবাট এলাকার অপু মিয়া।

 

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নাহিদ ও অপু দীর্ঘদিন ধরে নির্মাণাধীন হাসপাতালের চতুর্থ তলায় নিয়মিত মাদক সেবন করে আসছিল এবং হাসপাতালে সামনে মাতলামি করছিল। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করলে, বৃহস্পতিবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।

 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, নেশাগ্রস্ত অবস্থায় হাসপাতালে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাদের আটক করে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন