Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫


‘চীনের দেয়া উপহারের হাসপাতাল রংপুর অঞ্চলেই হবে’

Main Image


চীন সরকারের উপহার হিসেবে ১ হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালটি রংপুর অঞ্চলেই হবে। তবে কোন জেলায় হবে তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমান। বুধবার (৭ মে) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

 

রোগ নির্ণয়ের নষ্ট হওয়া যন্ত্রাংশ সচল করতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সরেজমিন পরিদর্শনে যান স্বাস্থ্যসেবা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

এ সময় রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট আধুনিক শিশু হাসপাতাল চালু, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে জনবল বৃদ্ধি এবং অচল যন্ত্রপাতি দ্রুত সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন যুগ্ম সচিব ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমান।

 

পরিদর্শনকালে নষ্ট হওয়া ক্যান্সার বিভাগের রেডিওথেরাপি, এক্সরে, সিটি স্ক্যান যন্ত্র পরিদর্শনসহ হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ হাসপাতালের কর্মকর্তারা।

আরও পড়ুন