দূষণমুক্ত পরিবেশ গঠনের লক্ষ্যে পরিবেশবান্ধব যানবাহন ব্যবহারের ওপর জোর দিতে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএলের বাইসাইকেল ব্র্যান্ড দুরন্ত চালু করলো মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন ‘বিষবায়ু’। বুধবার (৭ মে) রাজধানীর বাড্ডায় প্রাণ সেন্টারে ক্যাম্পেইনের উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।
এ ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো বায়ুদূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং দৈনন্দিন জীবনে সাইকেল ব্যবহারে নাগরিকদের উদ্বুদ্ধ করা। এ ক্যাম্পেইনের অংশ হিসেবে রাজধানীর প্রধান সড়কগুলোতে পৃথক সাইকেল লেনের দাবি সম্বলিত নাগরিক মতামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া হবে। তাছাড়া ঢাকার বিভিন্ন আবাসিক এলাকায় সাইকেল লেন মার্কিং করা হবে যেন নাগরিকরা সাইকেল ব্যবহারে আরও উদ্বুদ্ধ হন।
অনুষ্ঠানে দুরন্ত বাইসাইকেলের হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম ও ব্র্যান্ড ম্যানেজার খন্দকার আরিফ হোসেনসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন