বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) জেনারেল সার্জারী বিভাগের ফেইজ-বি’র রেসিডেন্ট ডা. সাইফুল ইসলাম আর নেই। লিউকেমিয়া রোগে আক্রান্ত হয়ে সোমবার (৫ মে) ভোরে ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ন্যাশনাল ইন্সটিটিউট অব কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজির রেসিডেন্ট ডা. জিহাদ লস্কর।
ডা. জিহাদ লস্কর লিখেছেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জেনারেল সার্জারী বিভাগের "ফেইজ-বি" রেসিডেন্ট ডাঃ সাইফুল ইসলাম ভাই লিউকেমিয়া রোগে আক্রান্ত হয়ে আজ ০৫.০৪.২৫ তারিখ সকালে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবীর সফর শেষ করেছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। সমবেদনা প্রকাশ করছি।
আরও পড়ুন