Advertisement
Doctor TV

শুক্রবার, ৯ মে, ২০২৫


বিশ্বের প্রবীণতম চিকিৎসক ডা. শিবানন্দ গোস্বামী আর নেই

Main Image


পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী চিকিৎসক ডা. শিবানন্দ গোস্বামী। শনিবার (৩ মে) রাত সাড়ে ৯ টায় উত্তরপ্রদেশের কাশিধামে ১২৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। পদক পদ্মশ্রী খেতাবপ্রাপ্ত ভারতীয় এই নাগরিকের আদিবাস বাংলাদেশে। ১৮৯৬ সালের ৮ আগস্ট হবিগঞ্জের বাহুবল উপজেলার হরিতলা গ্রামে শ্রীনাথ গোস্বামী এবং ভগবতী দেবীর ঘরে জন্ম নেন শিবানন্দ।

 

তিনি কলকাতা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। ১৯২৫ সালে তিনি ব্রিটেন যান। সেখান থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

 

ভারতের বারানসিতে বাস করতেন চিরকুমার ডা. শিবানন্দ। মানব সেবাই ছিল তার ব্রত। ভক্তদের দেয়া টাকা পয়সা উনি গ্রহণ করতেন না। জীবিত অবস্থায় তিনি ছিলেন নীরোগ। এই বয়সেও চশমা ছাড়াই পড়তে পারতেন।

 

স্বাস্থ্যের প্রতি ছিলেন খুবই যত্নশীল ছিলেন ডা. শিবানন্দ। নিয়মিত যোগব্যায়াম চর্চা করতেন। ছিলেন স্বল্পাহারী, পরিহার করতেন তৈলাক্ত খাবার। 

 

২০১৯ সালে প্রথম হবিগঞ্জে এসেছিলেন তিনি। ২০২৪ সালে আবার আসেন বাহুবলের হরিতলা গ্রামে। 

আরও পড়ুন