বাংলাদেশ চাইল্ড নিউরোলজি সোসাইটির (বিসিএনএস) সভাপতি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু নিউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডা. মুহাম্মদ মিজানুর রহমানের পিতা মোঃ আমির হোসেন সিকদার আর নেই। বার্ধক্যজনিত কারণে রোববার (৪ মে) বিকাল ২:৩০ ঘটিকায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়ে ছিল ৯৫ বছর। মরহুমের নামাজের জানাজা তাঁর নিজ গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুরে অনুষ্ঠিত হবে।
এদিকে, প্রফেসর ডা. মুহাম্মদ মিজানুর রহমানের পিতার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনপূর্বক বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন বিসিএনএস এর সেক্রেটারি ডা. মো. মনির হোসেন। রোববার সন্ধায় সংগঠনের পক্ষ থেকে শোকবার্তা দিয়েছেন তিনি।
আরও পড়ুন