Advertisement
Doctor TV

রবিবার, ৪ মে, ২০২৫


কক্সবাজার মেডিকেলে ৫শ’ শয্যা হাসপাতাল চান শিক্ষার্থীরা

Main Image


কক্সবাজার মেডিকেল কলেজে (কমেক) অবিলম্বে ৫০০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল স্থাপনের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন শিক্ষার্থীরা।

 

এ সময় শিক্ষার্থীরা কক্সবাজারের সাধারণ মানুষের চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হওয়ার বাস্তব চিত্র ও মেডিকেল শিক্ষার্থীদের ক্লিনিকেল শিক্ষার সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। 

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান  শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন,  এ বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে এবং জনস্বার্থে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। 

আরও পড়ুন