Advertisement
Doctor TV

রবিবার, ৪ মে, ২০২৫


ডক্টরস ক্লাব অব ভৈরবের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও সায়েন্টিফিক সেমিনার অনূষ্ঠিত

Main Image


ডক্টরস ক্লাব অব ভৈরবের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) রাত ৯টায় পৌর শহরের এক অভিজাত সেন্টারে এই সভা ও সেমিনারের আয়োজন করা হয়। 

 

পরিচিতি সভায় ডক্টরস ক্লাব অব ভৈরব এর আহ্বায়ক ও ঢাকা ডেন্টাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প.প. কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর এবং সম্মানিত উপদেষ্টা ডা. লায়লা আক্তার। 
 

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডক্টরস ক্লাব অব ভৈরবের অন্যতম সদস্য ডা. মো. কামরুল হাসান। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টরস ক্লাব অব ভৈরবের সদস্য সচিব ডা. মুহাম্মদ নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ডা. মো. আলমগীর, নবগঠিত আহবায়ক কমিটির সদস্য ডা. হামীম হায়দার শৈবাল, ডা. দ্বীন ইসলাম, ডা. মাসুদ রানা,  ডা. সোহাগ আহমেদ, ডা. মাহফুজুল ইসলাম সৌরভ,  ডা. আতিক, ডা. আব্বাস ভূঞা, ডা. গোলাম হোসেন টুটন, ডা. অনন্ত হোসাইন প্রমুখ।
 

আলোচনা সভায় বক্তারা বলেন, ভৈরব একটি বন্দর নগরী এলাকা। এখানে ভৈরবসহ আশপাশের বিভিন্ন জেলা উপজেলার রোগীরা চিকিৎসা নিতে আসেন। সর্বস্তরের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে ও সেবা পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
 

তারা আরও বলেন, চিকিৎসকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধতার বিকল্প নেই। চিকিৎসা সেবা দিতে গিয়ে সকল প্রতিকূলতা মোকাবেলা করতে ভৈরবের চিকিৎসকদের মধ্যে সমন্বয় থাকতে হবে। জুনিয়র চিকিৎসকদের মেডিক্যাল শিক্ষায় আরো অগ্রণী ভূমিকা পালন করতে হবে। 
 

পরিচিতি সভা শেষে Comprehensive Management Of Oral Cancer বিষয়ে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ডা. আবদুল্লাহ আল মাসুদ মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন।

আরও পড়ুন