Advertisement
Doctor TV

সোমবার, ২৮ জুলাই, ২০২৫


কক্সবাজার মেডিকেলে শিক্ষা ব্যবস্থাপনা ও চিকিৎসা পেশাজীবীদের পেশাদারিত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Main Image


কক্সবাজার মেডিকেল কলেজে “শিক্ষা ব্যবস্থাপনা ও চিকিৎসা পেশাজীবীদের পেশাদারিত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মে)  আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। 

 

সেমিনারটি আয়োজন করে কেন্দ্রীয় চিকিৎসা শিক্ষা কেন্দ্র (CME), DGME। এতে বিশেষ অতিথি ছিলেন সিএমই’র পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ শাদরুল আলম। সভাপতিত্ব করেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সোহেল বখশ। 
 

সেমিনার শেষে মহাপরিচালক মহোদয় উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনি কক্সবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালও পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন