Advertisement
Doctor TV

সোমবার, ২৮ জুলাই, ২০২৫


নিম্ন আয়ের মানুষকে ফ্রি ছানি অপারেশন করাবে ঢাকা আই কেয়ার হসপিটাল

Main Image


নিম্ন আয়ের মানুষকে ফ্রি ছানি অপারেশন করানোর উদ্যোগ নিয়েছে ঢাকা আই কেয়ার হসপিটাল। এ লক্ষ্যে রাজধানীর উত্তরার ৪ সেক্টরের নগর স্বাস্থ্য কেন্দ্র-২ এ ছানি শনাক্তকরণ ক্যাম্পের আয়োজন করা হয়। 

 

ঢাকা আই কেয়ার হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছেম বিনামূল্যে ছানি অপারেশনের লক্ষ্যে উত্তরার ৪ সেক্টরের নগর স্বাস্থ্য কেন্দ্র-২ এ আয়োজিত ছানি  শনাক্তকরণ ক্যাম্পের মাধ্যমে ৭০ জনের অধিক নিম্ন আয়ের মানুষকে বিনামূল্যে চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে। চোখে ছানি শনাক্তকৃতদেরকে বিনামূল্যে ঢাকা আই কেয়ার হসপিটালের Corporate Social Responsibility (CSR)-এর অংশ হিসেবে পর্যায়ক্রমে ছানি অপারেশন করানো হবে।
 

সবার জন্য সহজলভ্য ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে CSR-এর অংশ হিসেবে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলবে বলে জানিয়েছেন ঢাকা আই কেয়ার হসপিটাল কর্তৃপক্ষ। 

আরও পড়ুন