নিম্ন আয়ের মানুষকে ফ্রি ছানি অপারেশন করানোর উদ্যোগ নিয়েছে ঢাকা আই কেয়ার হসপিটাল। এ লক্ষ্যে রাজধানীর উত্তরার ৪ সেক্টরের নগর স্বাস্থ্য কেন্দ্র-২ এ ছানি শনাক্তকরণ ক্যাম্পের আয়োজন করা হয়।
ঢাকা আই কেয়ার হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছেম বিনামূল্যে ছানি অপারেশনের লক্ষ্যে উত্তরার ৪ সেক্টরের নগর স্বাস্থ্য কেন্দ্র-২ এ আয়োজিত ছানি শনাক্তকরণ ক্যাম্পের মাধ্যমে ৭০ জনের অধিক নিম্ন আয়ের মানুষকে বিনামূল্যে চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে। চোখে ছানি শনাক্তকৃতদেরকে বিনামূল্যে ঢাকা আই কেয়ার হসপিটালের Corporate Social Responsibility (CSR)-এর অংশ হিসেবে পর্যায়ক্রমে ছানি অপারেশন করানো হবে।
সবার জন্য সহজলভ্য ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে CSR-এর অংশ হিসেবে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলবে বলে জানিয়েছেন ঢাকা আই কেয়ার হসপিটাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন