Advertisement
Doctor TV

রবিবার, ৪ মে, ২০২৫


৩ দাবিতে স্বাস্থ‍্য উপদেষ্টা ও বিশেষ সহকারীকে এবি পার্টির স্মারকলিপি

Main Image


৩ দাবিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম এবং বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে স্মারকলিপি দিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি)’র সাধারন সম্পাদক ব‍্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। দাবি ৩টি হচ্ছে- বরিশাল বিভাগের স্বাস্থ‍্য সেবা খাতের দূর্গতির সমাধান, রেড ক্রিসেন্ট সোসাইটিতে চলমান দূর্নীতির সিন্ডিকেট রোধে ব্যবস্থা গ্রহন এবং ৪২তম (স্বাস্থ্য) বিসিএস’র আন্দোলনরত ডাক্তারদের নিয়োগ বিষয়ে অবিলম্বে সমাধান করতে হবে। এসময় তার সাথে উপস্থিত ছিলেন এবি পার্টির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গাজী নাসির এবং বরিশাল সোসাইটির আহবায়ক আমানুল্লাহ খান নোমান। 
 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্মারকলিপি প্রদানকালে ব‍্যারিস্টার ফুয়াদ বলেন, বিভাগের ছয়টি জেলার স্বাস্থ‍্য সেবাখাত একেবারে ভেঙে পড়েছে। জেলার সদর হাসপাতাল এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবার মান প্রশ্নোবোধক হয়ে দাড়িয়েছে। এর একটা বড় কারন হচ্ছে উপজেলা স্বাস্থ‍্য সেবা কেন্দ্রগুলোতে পর্যাপ্ত সেবা প্রদান করতে না পারা। উপ-স্বাস্থ‍্য কেন্দ্রগুলো এবং কমিউনিটি ক্লিনিকগুলো বেসরকারী হাসপাতাল সিন্ডিকেটের কবলে পড়ে অকার্যকর হয়ে পড়েছে। উদাহরন স্বরুপ বরিশাল জেলার বাবুগঞ্জ-মুলাদী স্বাস্থ‍্য কমপ্লেক্স পরিদর্শনের পরে মনে হয়েছে যে রাষ্ট্র তার নাগরিকদের নুন্যতম সেবা দিতে প্রতিদিন ব‍্যর্থ হচ্ছে।
 

রাষ্ট্র যখন কোন স্বাস্থ্য কমপ্লেক্স করবে তখন বিবেচনাতে নিতে হবে যে সেটা সকল ইউনিয়নের জনগোষ্ঠী ব‍্যবহার করতে পারবে কিনা; পর্যাপ্ত/নিরাপদ/মানসম্পন্ন যাতায়াত ব‍্যবস্থা আছে কিনা, বিশেষজ্ঞ/জুনিয়র ডাক্তার/নার্স কাজে আসতে পারবে কিনা, নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করবার মত যন্ত্রপাতি ও প্রশিক্ষিত জনশক্তি আছে কিনা, জরুরী সেবা যারা দেবেন তাদের পরিবার নিয়ে থাকবার মত সুব‍্যবস্থা আছে কিনা।বিভিন্ন এলাকার স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিদর্শন করে মনে হয়েছে যে এর কোন শর্তই পূরণ করছে না। অনেক এলাকাতে যাতায়াতের সুব্যবস্থা না থাকায় রোগীদেরকে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। ভুল এলাকাতে স্বাস্থ্য সেবা কেন্দ্র করবার কারনে উপজেলার সকলে সেখানে সেবা নিতে পারছে না বলে তিনি উল্লেখ করেন। 
 

সাম্প্রতিক সময়ে রেড ক্রিসেন্ট সোসাইটিতে যে ব্যাপক দূর্নীতির খবর বেড়িয়েছে, সেগুলোর ব্যাপারে ন‍্যায‍্য তদন্ত সাপেক্ষে বিচারের দাবীও তোলেন তিনি। গভর্নিং বডির কিছু সদস্য কর্মরত আওয়ামী সিন্ডিকেটের সহযোগীতায় গরীব জনগনের শত শত কোটি টাকা লুটপাট করে চলেছে যা কাম‍্য হতে পারে না। ৪২তম স্বাস্থ‍্য বিসিএস এর মাধ‍্যমে যাদেরকে চুরান্ত করা হয়েছিল, তাদেরকে যাচাই বাছাই করে অবিলম্বে নিয়োগেরও দাবী তোলেন তিনি।

আরও পড়ুন