Advertisement
Doctor TV

শনিবার, ৩ মে, ২০২৫


বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় তৃতীয় ঢাকা

Main Image

ঢাকার বায়ুদূষণ


শুক্রবার (২ মে) বিশ্বে বায়ুদূষণের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকার নাম। সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকার একিউআই স্কোর ১৫৬। বায়ুর গুণমান সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এ তথ্য জানা গেছে।

 

একিউআই সূচক অনুযায়ী, আজ বিশ্বে বায়ুদূষণের তালিকায় প্রথম স্থানে থাকা ইরাকের বাগদাদের স্কোর ২৯৭। ১৭২ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কুয়েতের কুয়েত সিটি। ১৫৪ স্কোর নিয়ে চতুর্থস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। ১৩২ স্কোর নিয়ে পঞ্চমে রয়েছে ভারতের কলকাতা।

 

যখন দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বাতাসের গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

 

আর ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে 'অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

আরও পড়ুন