Advertisement
Doctor TV

শুক্রবার, ২ মে, ২০২৫


মেডিকেল শিক্ষার্থীদের ভাবতে হবে বৈশ্বিকভাবে: বিএমইউ ভিসি

Main Image

বৃহস্পতিবার (১ মে) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহীদ মিলন হলে চিকিৎসা শিক্ষায় পরিবর্তন ও নৈতিক নেতৃত্ব গড়ে তুলতে ‘গ্লোবাল মাইন্ডস, ফেইথফুল হার্ট: এ ট্রান্সফরমেটিভ অ্যাপ্রোচ টু মেডিকেল এডুকেশন’ শীর্ষক দিনব্যাপী আয়োজিত কর্মশালা


বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেছেন, চিকিৎসা সেবা এখন আর কেবল ক্লিনিক বা হাসপাতালের ভেতরে সীমাবদ্ধ নয়। এটি একটি সামাজিক দায়িত্ব। তাই চিকিৎসা শিক্ষার্থীদের ভাবতে হবে বৈশ্বিকভাবে, কাজ করতে হবে স্থানীয়ভাবে।

 

বৃহস্পতিবার (১ মে) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহীদ মিলন হলে চিকিৎসা শিক্ষায় পরিবর্তন ও নৈতিক নেতৃত্ব গড়ে তুলতে ‘গ্লোবাল মাইন্ডস, ফেইথফুল হার্ট: এ ট্রান্সফরমেটিভ অ্যাপ্রোচ টু মেডিকেল এডুকেশন’ শীর্ষক দিনব্যাপী আয়োজিত কর্মশালায় এ কথা বলেন তিনি।

 

অধ্যাপক ডা. শাহিনুল আলম বলেন, চিকিৎসা শিক্ষার বর্তমান কাঠামো শিক্ষার্থীদের মুখস্থনির্ভর করে তুলছে। অথচ আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আমাদের প্রোগ্রামগুলোকে হতে হবে গবেষণাভিত্তিক, সমস্যা-সমাধানমুখী এবং রোগীকেন্দ্রিক।

 

বিএমইউ ভিসি আরও বলেন, চিকিৎসা সেবা এখন আর কেবল ক্লিনিক বা হাসপাতালের ভেতরে সীমাবদ্ধ নয়। এটি একটি সামাজিক দায়িত্ব। তাই চিকিৎসা শিক্ষার্থীদের ভাবতে হবে বৈশ্বিকভাবে, কাজ করতে হবে স্থানীয়ভাবে।

ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. সাজেদ আব্দুল খালেকের সঞ্চালনায় আয়োজনে চিকিৎসা শিক্ষার কাঠামো, নৈতিকতা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— অধ্যাপক ডা. মো. হুমায়ুন কবির তালুকদার, অধ্যাপক ডা. মোজাম্মেল হক, অধ্যাপক ডা. আইরিন পারভীন, অধ্যাপক ডা. শামীমা পারভীন, ডা. জেবা উন নাহার এবং অধ্যাপক ডা. আবু খুলদুন আল মাহমুদ। তারা চিকিৎসা শিক্ষার নীতিমালা, পাঠক্রম, নৈতিকতা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জসহ নানা বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ তথ্য ও মতামত তুলে ধরেন।


বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শাখা এনডিএফের সভাপতি ডা. মো. আতিয়ার রহমান, সেক্রেটারি ডা. মো. শাহাদাত হোসেন, এনডিএফের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ডা. একেএম জিয়াউল হক, কোষাধ্যক্ষ ডা. নাজমুল আরেফিনসহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষকগণ এই কর্মশালায় অংশগ্রহণ করেন, যা আয়োজনে এক বিশেষ তাৎপর্য যোগ করে।

 

এনডিএফের জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন সমাপনী বক্তব্যে চিকিৎসা শিক্ষায় মানবিকতা, নৈতিকতা ও আধুনিকতা একত্রে অন্তর্ভুক্ত করার ওপর জোর দেন। 

আরও পড়ুন