সমঝোতার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ ডেন্টাল পাবলিক হেলথ্ সোসাইটির আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। দেশের জনসাধারণের দাঁত ও মুখের সাধারণ রোগসমুহ প্রতিরোধে সচেতনতা তৈরি এবং আধুনিক ও যুগোপযোগী শিক্ষাদানের মধ্য দিয়ে ডেন্টাল পাবলিক হেলথ্ বিভাগের শিক্ষকদের এক প্লাটফর্ম থেকে ডেন্টিস্ট্রিতে ভুমিকা রাখার লক্ষ্যে বুধবার (৩০ এপ্রিল) এই সংগঠন গঠিত হয়।
নব-গঠিত সংগঠনের সভাপতি মনোনীত হয়েছেন ডা. সজীব তরফদার। এছাড়াও মহাসচিব হিসেবে রয়েছেন ডা. আব্দুল্লাহ আল মামুন এবং কোষাধ্যক্ষ পদে ডা. এনাম আহমেদ। নব-গঠিত আংশিক কমিটি অনুষদবৃন্দের সাথে আলোচনা করে পূর্নাঙ্গ কমিটি গঠন করবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিক ও সিনিয়র যুগ্ন মহাসচিব ডা. আব্দুল্লাহ আল মামুন সহ দেশের বিভিন্ন চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান এর ডেন্টাল পাবলিক হেলথ্ এর অনুষদবৃন্দ।
এছাড়া উক্ত সভায় বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সহ সভাপতি ডা. শরীফুল ইসলাম বাহার, সহ-সভাপতি ডা. আলী আকবর পলান, সাংগঠনিক সম্পাদক ডা. সজীব তরফদার, ডা. কে এম আব্দুল্লাহ আল হারুন , ডা. কামরুল হাসান, ডা. তানিয়া ইসলাম মুন্নী, ডা. আতিক মাহমুদ ও ডা. শামীম আহমেদসহ বাংলাদেশ ডেন্টাল সোসাইটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন