দিনব্যাপী Global Minds, Faithful Health: A Transformative Approach to Medical Education শীর্ষক কর্মশালার আয়োজন করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।
বৃহস্পতিবার ( ১লা মে ) সকাল ৯ টায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ মিলন হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত বক্তারা চিকিৎসা ক্ষেত্রের বিভিন্ন বিভাগ ও বিষয়ের উপর তথ্যভিত্তিক গবেষণালব্ধ বক্তব্য উপস্থাপন করেন। এনডিএফ সভাপতি অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. সাজেদ আব্দুল খালেক এর সঞ্চালনায় দেশবরেণ্য শতাধিক চিকিৎসকদের উপস্থিতিতে প্রোগ্রামটি সম্পন্ন হয়।
সভাপতির বক্তব্যে এনডিএফ সভাপতি অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম বলেনঃ দেশের বর্তমান মেডিকেল শিক্ষাব্যবস্থা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এছাড়াও মেডিকেল শিক্ষার্থীদের যোগ্য চিকিৎসক হিসেবে গড়ে তুলতে শিক্ষার মান ও পরিবেশ নিশ্চিত করতে হবে।
উক্ত কর্মশালায় "Redefining Medical Education in Bangladesh" শিরোনামে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. শাহিনুল আলম।
অধ্যাপক ডা. মোঃ হুমায়ুন কবির তালুকদার, অধ্যাপক ডা. মোজাম্মেল হক, অধ্যাপক ডা. আইরিন পারভীন, অধ্যাপক ডা. শামীমা পারভীন, ডা. জেবা উন নাহার, অধ্যাপক ডা. আবু খুলদুন আল মাহমুদ চিকিৎসা শিক্ষা ব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে তথ্যবহুল আলোচনা করেন।, সেক্রেটারি ডা. মোঃ শাহাদাত হোসেন, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এর কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ডা. একেএম জিয়াউল হক, কোষাধ্যক্ষ ডা. নাজমুল আরেফিনসহ বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষকগনের উপস্থিতিতে আয়োজনটি অর্থবহ হয়ে ওঠে।
ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এর জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন এর সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রোগ্রামটি শেষ হয়।
আরও পড়ুন