পদোন্নতির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করলেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের চিকিৎসকরা। বুধবার (৩০ এপ্রিল) পুরাতন হাইকোর্ট গেইটের সামনে বিসিএস হেলথ ফোরাম (বিএইচএফ) এর ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা।
এ সময় ‘পদোন্নতির বিরুদ্ধে যারা, ফ্যাসিবাদের দোসর তারা’, ‘পদোন্নতির বিরুদ্ধে ষড়যন্ত্র, রুখে দাও, রুখতে হবে’, ‘বিসিএস আমাদের সম্মান, সবাই মিলে রাখবো এর মান’সহ বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন দেখা যায় চিকিৎসকদের হাতে।
অবস্থান কর্মসূচিতে চিকিৎসকেরা অভিযোগ করে বলেন, বিসিএসের নিয়ম-কানুনের তোয়াক্কা না করে আওয়ামী ফ্যাসিবাদী সরকার তাদের মদদপুষ্ট লোকজনকে অ্যাডহকে নিয়োগ দেয়। তাদের ক্যাডারভুক্তি বাতিলের দাবি জানান তারা।
আরও পড়ুন