Advertisement
Doctor TV

বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫


চারদিন যাবত অনশনে ইআরপিপি প্রকল্পের স্বাস্থ্যকর্মীরা

Main Image


চাকরি স্থায়ীকরণের দাবিতে টানা চারদিন যাবত অনশন করছেন কোভিড-১৯ প্রকল্পের (ইআরপিপি প্রকল্প) অধীনে নিয়োগ পাওয়া স্বাস্থ্যকর্মীরা। অনশন চলাকালে গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) চারজন স্বাস্থ্যকর্মী অসুস্থ হয়ে পড়েন। এরমধ্যে ৩ জনকে গ্যাস্টোলিভার হাসপাতালে এবং একজনকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

 

উল্লেখ্য, ২০২০ সালে কোভিড-১৯ মহামারির সময় স্বাস্থ্যসেবা, বিশেষ করে কোভিড পরীক্ষার জন্য সরকার ৩৯৩ জন স্বাস্থ্যকর্মীকে নিয়োগ দিয়েছিল সরকার। কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ার্ডনেস (ইআরপিপি) প্রকল্পের অধীনে নিয়োগ পেয়েছিলেন তারা।

 

পরবর্তীতে, তাদের ইআরপিপি প্রকল্পের অধীনে স্থানান্তরিত করা হয় এবং মেডিকেল অফিসার, নার্স এবং টেকনোলজিস্ট সহ আরও স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হয়। এতে মোট কর্মীর সংখ্যা ১ হাজার ১শ’ ৫৪ জনে উন্নীত হয়। বর্তমানে প্রকল্পের অধীনে কর্মরত আছেন ১ হাজার ৪ জন। 

 

আন্দোলনকারীদের একজন মইন উদ্দিন ডক্টর টিভিকে বলেন, 'আমরা জানুয়ারি থেকে বেতন পাচ্ছি না। এছাড়াও, ২৪ সালের ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। তাই আমরা চাকরি স্থায়ী করার দাবিতে আন্দোলনে নেমেছি।'
 

ইআরপিপি প্রকল্পের চাকরিজীবীদের ৩টি দাবি হলোঃ

 

১. ১০০৪ জন কর্মরত জনবলের বকেয়া বেতন দ্রুত পরিশোধ।

২. চাকরি স্থায়ীকরণ।

৩. অতীতে প্রদত্ত ত্যাগ ও স্বাস্থ্যঝুঁকির যথাযথ মূল্যায়ন ও ক্ষতিপূরণ।

আরও পড়ুন