Advertisement
Doctor TV

বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫


৪ দফা দাবিতে বাংলাদেশ মেডিকেল কমিউনিটির সংবাদ সম্মেলন আজ

Main Image


বিসিএস (স্বাস্থ্য ক্যাডার) এ বয়সসীমা দুই বছর বৃদ্ধি, পরীক্ষা পদ্ধতি ও পিএসসি সংস্কারসহ ৪ দফা দাবিতে জরুরী সংবাদ সম্মেলন ডেকেছে চিকিৎসকদের সংগঠন ‘বাংলাদেশ মেডিকেল কমিউনিটি’। আজ বুধবার (৩০ এপ্রিল) বিএমএ ভবনের শহীদ ডা. শামসুল আলম খান মিলন সভাকক্ষ অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে সংগঠনের নেতাারা আনুষ্ঠানিকভাবে দাবিগুলো তুলে ধরবেন। 


বাংলাদেশ মেডিকেল কমিউনিটির দাবি ৪টি হচ্ছেঃ 
 

১) অতিদ্রুত বিসিএস স্বাস্থ্য ক্যাডারে বয়সসীমা দুই বছর বৃদ্ধি করে ৩৪ বছর করতে হবে।
 

২) পরীক্ষা পদ্ধতি সংস্কার এবং ছাত্রদের প্রস্তাবিত পিএসসি সংস্কার কার্যক্রম অতিদ্রুত বাস্তবায়ন করতে হবে।
 

৩)  স্পেশাল বিসিএসে উল্লেখযোগ্য পরিমাণে ডেন্টাল সার্জন নিয়োগ দিতে হবে।
 

৪)  একটি বিসিএস এর সম্পূর্ণ কার্যক্রম এক বছরের মধ্যে সম্পন্ন করতে হবে এবং প্রতিবছর চাহিদা অনুযায়ী ন্যূনতম এক থেকে দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে হবে।

আরও পড়ুন