Advertisement
Doctor TV

বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫


মিয়ানমারে মানবিক সেবাদানকারী মেডিকেল টিমকে সংবর্ধনা প্রদান

Main Image


মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মানবিক চিকিৎসা সহায়তা দানকারী বাংলাদেশি মেডিকেল টিমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে মঙ্গলবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসকদলের উদ্দেশ্য স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, এ ধরনের প্রতিকূল পরিস্থিতিতে আপনারা যেভাবে চিকিৎসাসেবা দিয়েছেন সেটা প্রশংসনীয়। আপনাদের এই প্রশংসনীয় কাজের জন্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় আপনাদের কাছে কৃতজ্ঞ।

 

বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে গঠিত এ মেডিকেল টিম গত ১ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত মিয়ানমারে ভূমিকম্পে আহত ১২০০ এর অধিক রোগীকে সেবা দিয়েছেন এবং ২০০ রোগীকে সার্জারি করেছেন।

 

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমানসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন