Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫


চিকিৎসকদের কাছে স্কয়ার ফার্মার দুঃখ প্রকাশ

Main Image


চিকিৎসক সমাজের সাথে অনিচ্ছাকৃত সকল প্রকার ভুল বুঝাবুঝির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) প্রধান বিপনন কর্মকর্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে দুঃখ প্রকাশ করে প্রতিষ্ঠানটি।  

 

চিকিৎসকদের দৃষ্টি আকর্ষণ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের জনসাধারনের প্রতি আপনাদের দায়বদ্ধতার জায়গা হতে এবং সকল অপচিকিৎসার বিরুদ্ধে আপনাদের যে দৃঢ় অবস্থান তা নিঃসন্দেহে প্রশংসনীয়। জাতির এই সংকট উত্তরণে স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি আপনাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছে। দেশের আইন মান্য করা এবং দেশের জনগনের জন্য সঠিক ঔষধ ব্যবস্থাপনা নিশ্চিত করা আমাদের সামাজিক দায়বদ্ধতার একটি অংশ। সেই লক্ষে আমরা ঘোষণা দিচ্ছি যে,

 

১. ইতোপূর্বে চিকিৎসক সমাজের সাথে অনিচ্ছাকৃত সকল প্রকার ভুল বুঝাবুঝির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ভবিষ্যতে এরকম অনাকাঙিক্ষত কোনো কিছু যাতে না হয় সেই লক্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সবসময় সজাগ দৃষ্টি রাখবে।

 

২. বিএমডিসি ২০১০ আইন, ধারা ২৯ কে সমুন্নত রাখতে, আজ থেকে MBBS/BDS ব্যতীত কাউকে "চিকিৎসক", "ফিজিশিয়ান", "(ডিপ্লো) ডাক্তার" কিংবা ডাক্তার পদবীর অন্য কোনো সমার্থক হিসেবে আমরা প্রোমোট করব না এবং। কোনো প্রকার প্রমোশনাল ইভেন্ট বা সায়েন্টিফিক সেমিনার আয়োজন করা হবে না।

 

৩. দেশের বিদ্যমান আইন অনুযায়ী মেডিকেল এসিসটেন্টদের (ডিএমএফ/স্যাকমো) জন্য নির্ধারিত ৭৩টি ঔষধ লেখার নির্দেশনা অনুযায়ী, এই সকল ঔষধের বাইরে অন্য কোন ঔষধ স্কয়ার ফার্মাসিউটিক্যালস তাদের নিকট প্রমোট করবে না।

 

৪. স্কয়ার ফার্মাসিউটিক্যালস ঔষধ বিপণনের নীতিমালা অতীতের মতো ভবিষ্যতেও কার্যকরভাবে মেনে চলবে।

 

৫. স্কয়ার ফার্মাসিউটিক্যালস একটি জনসচেতনতামূলক প্রচারাভিযান চালু করবে, যেখানে নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া (ওটিসি ঔষধ ব্যতীত) ঔষধ গ্রহণের কুফল সম্পর্কে মানুষকে অবহিত করা হবে। বিশেষ করে অ্যান্টিবায়োটিক ব্যবহারের ঝুঁকি ও অপব্যবহার সংক্রান্ত তথাকে এই প্রচারাভিযানে অগ্রাধিকার দেওয়া হবে।

 

৬. জনসাধারণের প্রতি আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা সকল অপচিকিৎসার বিরুদ্ধে অবস্থান নেব এবং তা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস অঙ্গীকারাবদ্ধ থাকবে।

 

ভুল সংশোধনের সুযোগ করে দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। বাংলাদেশের চিকিৎকবৃন্দের সঙ্গে আমাদের সম্পর্ক শুধুমাত্র পেশাগত নয়, বরং এটি পারিবারিক সম্পর্ক। আমরা ওয়ার ফার্মাসিউটিক্যালস যাত্রালগ্ন থেকেই আপনাদের সঙ্গে পরিপূরক ভাবে পথ চলছে, আপনাদের সহযোগীতা এবং আমাদের।

 

চিকিৎসা পেশার সম্মান, দেশের আইন এবং জনকল্যানমূলক দৃষ্টিভঙ্গির প্রতি আমাদের অবস্থান সর্বদা স্পষ্ট, অটুট ও অনড়। আশা করি এই বিবৃতির মাধ্যমে আপনাদের সাথে আমাদের যে অনিচ্ছাকৃত ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছিল তার অবসান ঘটবে।

আরও পড়ুন