Ad
Advertisement
Doctor TV

সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫


জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে চট্টগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Main Image


জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রামের নিচতলায় পার্কিং হলে দিনব্যাপী লিগ্যাল এইড ফেয়ার, ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। 

 

ক্যাম্পে পার্কভিউ হাসপাতাল এবং তাদের মার্কেটিং বিভাগের ব্যবস্থাপনায় রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা এবং ফ্রি ডাক্তার কনসালটেন্সি সেবা প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা জজ) ফেরদৌস আরা, ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ আবদুর রহমান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হকসহ চট্টগ্রামে কর্মরত বিভিন্ন স্তরের বিভাগীয় কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রায় ১৫০০ জন অংশগ্রহণকারী এ আয়োজনে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন