Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫


অনলাইন এপয়েন্টমেন্টের মাধ্যমে রোগের পরীক্ষা বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে

Main Image


বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের ওয়েবসাইটে এখন থেকে আল্ট্রাসনোগ্রাফির এপয়েন্টমেন্ট এর পাশাপাশি বিএমডি, কন্ট্রাস্ট এক্স-রে, সিটি স্ক্যান, ম্যামোগ্রাম, এমআরআই, এক্স-রে এর অনলাইন এপয়েন্টমেন্ট নেয়া যাচ্ছে। হাসপাতালের অফিসিয়াল ফেসবুক-পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

 

সেখানে বলা হয়েছে,  শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিন ব্যতীত হাসপাতালের ওয়েবসাইটে ব্যবহার করে খুব সহজেই এপয়েন্টমেন্ট নিতে পারবেন রোগীরা। এজন্য ভিজিট করতে হবে: https://ssh.bsmmu.ac.bd/

 

নির্ভরযোগ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে বর্তমানে ১৯টি বিভাগের বহির্বিভাগ থেকে চিকিৎসাসেবা পাচ্ছেন রোগীরা।। বিভাগগুলো হল- অর্থোপেডিক সার্জারি, নিউরোসার্জারি, ইউরোলোজি, নেফ্রোলজি, অবস ও গাইনী, শিশু, চক্ষুবিজ্ঞান, গ্যাস্ট্রোএন্ট্রারোলোজি, পেইন মেডিসিন, হেপাটোলজি, জেনারেল সার্জারি, সার্জিক্যাল অনকোলজি, প্লাস্টিক সার্জারি, এন্ডোক্রাইন সার্জারি, নিউরোলজি, হেপাটোবিলিয়ারি, কার্ডিওলোজি, কার্ডিয়াক সার্জারি, কলোরেক্টাল সার্জারি বিভাগ। 

 

এছাড়াও সুপার স্পেশালাইজড হাসপাতালে চালু রয়েছে- হেপাটোবিলিয়ারি এন্ড প্যানক্রিয়েটিক ডিজিজ, হেপাটোলজি এন্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সেন্টার, কার্ডিওভাসকুলার এন্ড স্টোক সেন্টার, মাদার এন্ড চাইল্ড হেলথ কেয়ার সেন্টার, কিডনী ডিজিজ এন্ড ইউরোলজি সেন্টার এবং এক্সিডেন্ট এন্ড ইমার্জেন্সি সেন্টার। এ সকল সেন্টারে রোগীদের হার্ট, কিডনী, লিভার (হেপাটোলজি), নিউরোসহ  বেশকিছু বিশেষায়িত চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। 

 

আরও পড়ুন