বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের ওয়েবসাইটে এখন থেকে আল্ট্রাসনোগ্রাফির এপয়েন্টমেন্ট এর পাশাপাশি বিএমডি, কন্ট্রাস্ট এক্স-রে, সিটি স্ক্যান, ম্যামোগ্রাম, এমআরআই, এক্স-রে এর অনলাইন এপয়েন্টমেন্ট নেয়া যাচ্ছে। হাসপাতালের অফিসিয়াল ফেসবুক-পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সেখানে বলা হয়েছে, শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিন ব্যতীত হাসপাতালের ওয়েবসাইটে ব্যবহার করে খুব সহজেই এপয়েন্টমেন্ট নিতে পারবেন রোগীরা। এজন্য ভিজিট করতে হবে: https://ssh.bsmmu.ac.bd/
নির্ভরযোগ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে বর্তমানে ১৯টি বিভাগের বহির্বিভাগ থেকে চিকিৎসাসেবা পাচ্ছেন রোগীরা।। বিভাগগুলো হল- অর্থোপেডিক সার্জারি, নিউরোসার্জারি, ইউরোলোজি, নেফ্রোলজি, অবস ও গাইনী, শিশু, চক্ষুবিজ্ঞান, গ্যাস্ট্রোএন্ট্রারোলোজি, পেইন মেডিসিন, হেপাটোলজি, জেনারেল সার্জারি, সার্জিক্যাল অনকোলজি, প্লাস্টিক সার্জারি, এন্ডোক্রাইন সার্জারি, নিউরোলজি, হেপাটোবিলিয়ারি, কার্ডিওলোজি, কার্ডিয়াক সার্জারি, কলোরেক্টাল সার্জারি বিভাগ।
এছাড়াও সুপার স্পেশালাইজড হাসপাতালে চালু রয়েছে- হেপাটোবিলিয়ারি এন্ড প্যানক্রিয়েটিক ডিজিজ, হেপাটোলজি এন্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সেন্টার, কার্ডিওভাসকুলার এন্ড স্টোক সেন্টার, মাদার এন্ড চাইল্ড হেলথ কেয়ার সেন্টার, কিডনী ডিজিজ এন্ড ইউরোলজি সেন্টার এবং এক্সিডেন্ট এন্ড ইমার্জেন্সি সেন্টার। এ সকল সেন্টারে রোগীদের হার্ট, কিডনী, লিভার (হেপাটোলজি), নিউরোসহ বেশকিছু বিশেষায়িত চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।
আরও পড়ুন