Advertisement
Doctor TV

সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫


চীনের বিশেষায়িত হাসপাতাল বরিশালে স্থাপনের দাবি

Main Image


চীন সরকারের সহযোগিতায় বাংলাদেশে স্থাপিত হতে যাওয়া তিনটি বিশেষায়িত হাসপাতালের একটি বরিশাল বিভাগে স্থাপনের দাবি জানিয়েছেন দক্ষিণাঞ্চলের বাসিন্দারা। সোমবার (২৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে দক্ষিণাঞ্চলের ব্যবসায়ী, সাংবাদিক, পেশাজীবী, রাজনৈতিক এবং সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। 

 

সংবাদ সম্মেলনে দক্ষিণাঞ্চলের সার্বিক জীবনমান উন্নয়নে আরও বেশ কিছু দাবি তুলে ধরা হয়-

 

ভাঙ্গা থেকে পায়রা বন্দর পর্যন্ত রেললাইন স্থাপন, বরিশাল-ভোলা সেতু নির্মাণ ও ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে সরবরাহ, পটুয়াখালীর বগা নদী ও বাবুগঞ্জ-মুলাদী এবং পাথঘাটা-বরগুনা সদর সেতু নির্মাণ, দক্ষিণাঞ্চলে আন্তর্জাতিক মানের একটি ইপিজেড স্থাপন,  কুয়াকাটাকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা, বরিশালে ভ্যাট কমিশনারেট অফিস, পূর্ণাঙ্গ আয়কর আপিল আদালত, বিস্ফোরক অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং আমদানি-রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের বিভাগীয় অফিস স্থাপন, আধুনিক সেচ ব্যবস্থার মাধ্যমে পতিত জমিতে বছরে তিনটি ফসল উৎপাদনের ব্যবস্থা, কৃষকদের জন্য ৫০ হাজার থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত ৫ শতাংশ সুদে কৃষি ঋণ সুবিধা, বরগুনার কাকচিড়ার বড়ই-তলায় নদী পারাপারের জন্য রো-রো ফেরি ব্যবস্থা, আমতলী-বরগুনা সেতু নির্মাণ করতে হবে।

 

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন, দি বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. এবায়েদুল হক চাঁন। আরও উপস্থিত ছিলেন, মেহেন্দীগঞ্জের সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ, চেম্বার অব কমার্স বরিশালের পরিচালক হাফিজুর রহমান হীরা, পটুয়াখালী চেম্বারের পরিচালক দেওয়ান আব্দুর রহমান নিলু প্রমুখ।

আরও পড়ুন