Advertisement
Doctor TV

সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫


চট্টগ্রামে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার

Main Image


চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ৫০০ শয্যার একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে কর্ণফুলীর নতুন উপজেলা ভবনের পাশে হাসপাতালের জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। 

 

এ সময় হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয়তা, সম্ভাবনা মূল্যায়ন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন উপদেষ্টা নূরজাহান বেগম। পাশাপাশি ওই স্থানে হাসপাতাল নির্মিত হলে লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী, আনোয়ারা, চন্দনাইশ, বোয়ালখালী, পটিয়া ও কর্ণফুলীসহ দক্ষিণ চট্টগ্রামের লাখো মানুষ স্বাস্থ্যসেবা পাবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।

 

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, একান্ত সচিব ডা. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অং সুই প্রু মারমা, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রয়া ত্রিপুরা, কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসাসহ অনেকে। 

আরও পড়ুন