Advertisement
Doctor TV

শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫


ডা. টি এ চৌধুরী চিকিৎসা গবেষণাকে সর্বদা উৎসাহিত করতেন

Main Image


উপমহাদেশের প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও আইসিডিডিআর,বি-র বন্ধুপ্রতিম রিসার্চ রিভিউ কমিটির (আরআরসি) সম্মানিত সদস্য অধ্যাপক ডা. এএইচএম তৌহিদুল আনোয়ার (টিএ চৌধুরী) সব সময় চিকিৎসা গবেষণাকে উৎসাহিত করতেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আইসিডিডিআর,বি-তে আয়োজিত ডা. টিএ চৌধুরীর স্মরণসভায় আরআরসি-র চেয়ারপারসন ডা. শফিকুল আলম সরকার এ কথা বলেন। 
 

স্মরণসভায় ডা. টিএ চৌধুরীর কর্মময় জীবনের সহকর্মীদের অনেকেই উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রজনন ও নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. হালিদা হানুম আখতার, ডা. সামিনা চৌধুরী, প্রফেসর ডা. শাকিল আহমেদ, আইসিডিডিআর,বি-র এমিরেটাস সায়েন্টিস্ট ডা. ফেরদৌসী কাদরী, এমিরেটাস সায়েন্টিস্ট ডা. কে. জামান, নির্বাহী পরিচালক ডা. তাহমিদ আহমেদ, সায়েন্টিস্ট ডা. মাহবুব এলাহী চৌধুরীসহ আরও অনেকে।
 

ডা. টিএ চৌধুরীর দুই কন্যার উপস্থিতি অনুষ্ঠানে আবেগের এক ভিন্ন মাত্রা যোগ করে। তাঁরা তাঁদের বাবার সাথে কাজ করার বিভিন্ন অভিজ্ঞতার স্মৃতিচারণ শুনে আবেগাপ্লুত হন। স্মৃতিচারণ পর্বে সবাই তাঁর জ্ঞান, অভিজ্ঞতা ও মানবিক গুণাবলির কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
 

আরআরসি-র চেয়ারপারসন ডা. শফিকুল আলম সরকার বলেন, ডা. টি এ চৌধুরী সবসময় গবেষণাকে উৎসাহিত করতেন।

 

নির্বাহী পরিচালক ডা. তাহমিদ আহমেদ বলেন, ডা. চৌধুরী সবসময় আইসিডিডিআর,বি-কে নিজেরই একটি অংশ মনে করতেন। তাঁর মধ্যে সবসময় অন্যকে সাহায্য করার আন্তরিক মানসিকতা দেখেছি।
 

স্মৃতিচারণ পর্বের শেষে আইসিডিডিআর,বি-র পক্ষ থেকে ডা. তাহমিদ আহমেদ ডা. টিএ চৌধুরীর দুই কন্যার হাতে তাঁর স্মৃতিময় কিছু সুভ্যেনির তুলে দেন। তাঁরা আইসিডিডিআর,বি-র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, কিভাবে অধ্যাপক চৌধুরী প্রতিষ্ঠানটির বিভিন্ন আয়োজনে অংশগ্রহণের জন্য পুরো পরিবারকে ব্যস্ত করে তুলতেন।
 

অধ্যাপক চৌধুরী ১৯৯২ সালের সেপ্টেম্বর থেকে আইসিডিডিআর,বি-র আরআরসি-র সদস্য ছিলেন। এর আগে তিনি এথিক্যাল রিভিউ কমিটির (ইআরসি) সদস্য ও চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০২৫ সালের ৯ মার্চ ঢাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।ডা. টিএ চৌধুরীর দীর্ঘদিনের অভিজ্ঞতা, মূল্যবান পরামর্শ ও দায়িত্বশীল নেতৃত্ব আমাদের গবেষণার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা তাঁর স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং চিকিৎসা ও স্বাস্থ্য গবেষণায় তাঁর পেশাদারিত্ব ও নিষ্ঠা থেকে প্রেরণা নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন