নড়াইল সদর হাসপাতালে অভিযান চালিয়ে ৩ নারী দালাল ও এক ক্লিনিক মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নড়াইল সদর হাসপাতালে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার ঘোষ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নড়াইল সদর হাসপাতালের গরিব রোগীদের ভাগিয়ে নিয়ে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায় দালালেরা। এ কাজে কিছু ক্লিনিক মালিকও সরাসরি এ কাজে জড়িত। এদিন হাসপাতালে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত ৩ জনকে হাতে নাতে তাদের আটক করে। বিচারে শারমীন নামের দালালকে ১ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, বাকি দু’জনকে ৫ হাজার করে জরিমানা এবং ক্লিনিক মালিক রওশন জলিলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার ঘোষ এ তথ্য গণমাধ্যম নিশ্চিত করেছেন। তিনি জানান জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন