Advertisement
Doctor TV

রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫


ফরিদপুর মেডিকেলের সাবেক পরিচালক ডা. সাইফুর রহমান আর নেই

Main Image

ডা. সাইফুর রহমান


ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. মো. সাইফুর রহমান আর নেই। বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১টা ৩০ মিনিটে মাগুরাস্থ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
 

ব্যক্তিজীবনে তিনি ছিলেন একজন অমায়িক, সদালাপী, সৎ ও পরোপকারী মানুষ। তিনি তাঁর পেশাগত জীবনে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, যা আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। 
 

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর সহ সকল স্তরের কর্মকর্তা কর্মচারি। একইসাথে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছেন তারা। 

আরও পড়ুন