আমরাই করব ম্যালেরিয়া নির্মূল, নব উদ্যমে, নব বিনিয়োগে ও নব চিন্তায়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কক্সবাজারে বিশ্ব ম্যালেরিয়া দিবস ২০২৫ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, হেলথ ক্যাম্প ও মাইকিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগ এর কর্ণধার সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে।
র্যালি শেষে জেলা ইপিআই সম্মেলন কক্ষে মেডিকেল অফিসার ডাঃ কানিনীকা দস্তিদারের সঞ্চালনায় ও সিভিল সার্জন ডাঃ মোহাম্মদুল হকের এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সিভিল সার্জন বলেন, এই দিবসটি আমাদের মনে করিয়ে দেয় এই অঞ্চলে ম্যালেরিয়া এখনো একটি স্বাস্থ্য সমস্যা। বিশেষ করে দেশের সর্বোচ্চ ম্যালেরিয়া প্রবণ জেলার সাথে ভৌগোলিক ও ব্যবসায়িক যোগাযোগের কারণে কক্সবাজার জেলায় ইম্পোর্টেড রোগী বৃদ্ধি পাচ্ছে। পূর্বের তুলনায় অত্র অঞ্চলে ম্যালেরিয়ার প্রভাব কমে যাওয়ায় সাধারণ জনগণের মাঝে ম্যালেরিয়া বিষয়ক পর্যাপ্ত সচেতনতার অভাব দেখা যাচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান সমুহের সমন্বিত প্রচেষ্টা এই জেলায় ম্যালেরিয়া নির্মূলের অগ্রগতিকে ত্বরান্বিত করবে।
এসময় জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির এসএমও ডাঃ মোঃ সিরাজুল ইসলাম একটি বিস্তারিত প্রেজেন্টেশন দেন। তিনি বিশ্ব ও দেশের ম্যালেরিয়া পরিস্থিতি, কক্সবাজার জেলার চ্যালেঞ্জসমূহ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন বক্তরা।
সভায় জেলা বক্ষব্যাধি ক্লিনিক এর কনসালটেন্ট ডাঃ মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল এবং নার্সিং ও মিডওয়াইফারি কলেজের নার্সিং ইনস্ট্রাক্টর অসীমা রানী বৈদ্য সহ আরও সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগন বক্তব্য রাখেন। বক্তারা সকলেই ম্যালেরিয়া নির্মূলের জন্য সাধারণ জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরপ করেন।
সভায় জেলা স্বাস্থ্য বিভাগের সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী, এনজিও প্রতিনিধিসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন