আ্যলায়েন্স হসপিটাল লিমিটেডের উদ্যোগে রাজধানীর শেরেবাংলা নগর আদর্শ মহিলা কলেজে ‘অ্যাডোলেসেন্স হেলথ ক্যাম্পেইন’ ‘শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) আয়োজিত সেমিনারের মূল লক্ষ্য ছিল- বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যবিধি ও মানসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সংশ্লিষ্ট কুসংস্কার ও ভ্রান্ত ধারণা দূরীকরণ এবং স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন অভ্যাস চর্চায় কিশোরীদের উদ্বুদ্ধ করা।
সেশনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আ্যলায়েন্স হসপিটাল লিমিটেড-এর গাইনী বিভাগের কনসালটেন্ট ডা. ফারজানা ইসলাম শাওন ও ডা. রাফা ইসলাম। তাঁরা বয়ঃসন্ধিকালের শারীরিক পরিবর্তন, স্বাস্থ্যসুরক্ষা, ও মানসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরেন এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে আ্যলায়েন্স হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে ডিরেক্টর মো. বায়েজীদ হোসেন এবং শেরেবাংলা নগর আদর্শ মহিলা কলেজের পক্ষ থেকে প্রিন্সিপাল দিলরুবা ইয়াসমিন সহ শিক্ষক ও সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই ধরনের সচেতনতামূলক কার্যক্রমে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষক ও অভিভাবক উভয়েরই সম্মিলিত সহযোগিতার মাধ্যমে কিশোরীদের স্বাস্থ্য ও সুরক্ষার বিষয়ে একটি ইতিবাচক পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
আরও পড়ুন