Advertisement
Doctor TV

রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫


ডা. দৃষ্টি শর্মা কেকা আর নেই

Main Image


না ফেরার দেশে চলে গেলেন চিকিৎসক ও কণ্ঠশিল্পী ডা. দৃষ্টি শর্মা কেকা। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে বুধবার পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন তিনি। 

 

 তিনি এমবিবিএস পাস করেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ থেকে (৪৫তম ব্যাচ)। এর ৩৯তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগদান করেন। মৃত্যুর আগে রাঙামাটি মেডিকেল কলেজে কমিউনিটি মেডিসিনের লেকচারার হিসেবে কর্মরত ছিলেন। 

 

স্বজনেরা জানান, তিনি গান গাইতেন (নজরুল সংগীত) রেডিও-টিভিতে। স্টেজ ফোর লাং ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর মেটাস্ট্যাসিস হয়ে ব্রেনে ছড়িয়ে পরে। শুরু হয় ইমিউনোথেরাপি। তাঁর একটা ছোট মেয়ে আছে, নাম মিঠাই। 

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ডা. রবীন ভট্টাচার্য্য লিখেছেন, ডা. কেকা দৃষ্টি শর্মা - আমার কলিগ ছিলো, ছোট বোনের মতো স্নেহ করতাম। ওর কলিজার টুকরা ছিল মিঠাই।আমাদের কথা হলে মিঠাই এর গল্পই হতো বেশিরভাগ সময়ে। কি দারুন গাইতো কেকা।লেখালেখির হাতও ছিলো অসাধারণ। নরম স্বভাব আর সদা হাস্যোজ্জ্বল স্বভাবের মেয়ে ছিলো। এই নশ্বর পৃথিবীতে তার তেমন কিছু চাওয়ার ছিলো না। নরম ঘাসের বুকে শুয়ে শুধু একটু আকাশ দেখতে চাওয়া আমার বোনটা আজ না ফেরার দেশে চলে গেলো। মানতে পারছিনা কিছুতেই। ক্যান্সার কেড়ে নিলো একটা সুন্দর মনের মানুষকে। বেঙ্গালুরু গিয়েছিল চিকিৎসার জন্য.... হয়তো বুঝে গিয়েছিল হাতে আর সময় নেই। তাই ছোট্ট মেয়েকে দেখার জন্য অসুস্থ অবস্হাতেই দেশে চলে আসতে চেয়েছিল। ভগবান সেই আশাটুকুও পূরণ করলেন না। এভাবে তোমাকে হারাবো বোন ভাবতেও পারিনি কখনও। ছোট্ট মিঠাইটা মাকে ছাড়া কিভাবে থাকবে!!

আরও পড়ুন