চীনের অর্থায়নে প্রস্তাবিত হাসপাতাল বরগুনায় স্থাপনের দাবী জানিয়েছে "ঢাকাস্থ বরগুনা ফোরাম"। বুধবার (২৩ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তারা এ দাবি জানান। দক্ষিণ অঞ্চলের মানুষেরা দীর্ঘদিন যাবত সুচিকিৎসা থেকে বঞ্চিত হয়ে আসছে বলে জানান ফোরামের নেতারা।
বরগুনা ফোরামের সভাপতি ডা. সুলতান আহমদ বলেন, যোগাযোগের ব্যবস্থা সুবিধার না হওয়াতে সুচিকিৎসা পেতে প্রতিনিয়ত ভোগান্তিতে পরতে হয় সাধারণ জনগণকে। বরিশাল বিভাগে একটি সরকারি হাসপাতাল থাকলেও সু চিকিৎসার জন্য নেই পর্যাপ্ত ব্যবস্থা। এর ফলে মানুষকে বাধ্য হয়ে আসতে হচ্ছে ঢাকায়। তাই অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার কাছে বরগুনা ফোরামের দাবী- চীন কর্তৃক প্রস্তাবিত হাসপাতালটি যেন বরগুনায় স্থাপন করা হয়।
অবহেলিত ও বঞ্চিত মানুষদের সুচিকিৎসা নিশ্চিত করতে বরগুনা ফোরামের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সাধারণ মানুষ যেন তার মৌলিক অধিকার হিসেবে চিকিৎসা সেবার অধিকার ফিরে পান এবং সুবিধা বঞ্চিত মানুষ যেন একটি স্বস্তিতে বেঁচে থাকতে পারেন, সেই লক্ষ্যে বরগুনার সাধারণ জনগণের জন্য কাজ করে যাচ্ছে "ঢাকাস্থ বরগুনা ফোরাম"।
আরও পড়ুন