Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫


বিএমইউতে ইউনান-বাংলাদেশ শিক্ষা ও স্বাস্থ্যসেবা সহযোগিতামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত

Main Image


 সুপার স্পেশালাইজ হাসপাতালের অডিটোরিয়ামে ইউনান-বাংলাদেশ শিক্ষা ও স্বাস্থ্যসেবা সহযোগিতামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। চীনের কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটির সাথে বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির (বিএমইউ) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর (এমওইউ) পরবর্তী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (২১ এপ্রিল) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চীনের কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটির প্রেসিডেন্ট প্রফেসর জিয়া জুয়েশান। 

সভাপতিত্ব করেন বিএমইউর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। 

 

অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। 

 

অনুষ্ঠানে কুনমিং ইউনিভার্সিটি অফ সাইন্স অব টেকনোলজির ভাইস প্রেসিডেন্ট মিস্টার প্যান জিউজান, ইউনান ইউনিভার্সিটি অফ চাইনিজ মেডিসিনের ভাইস প্রেসিডেন্ট মিস ইউ জি, কুনমিং মেডিক্যাল ইউনিভর্সিটির ডিরেক্টর মিস জিও হাইউয়ান, ইউনান ভোকেশনাল কলেজ অফ ফিন্যানন্স এন্ড ইকোনোমিক্সের ভাইস প্রেসিডেন্ট মিস শে্যন ইউকিওং-সহ বিএমইউর বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও অফিস প্রধান উপস্থিত ছিলেন। 
 

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর জিয়া জুয়েশান চীনের কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটির উচ্চতর মেডিক্যাল শিক্ষা কার্যক্রম, চীনের ট্রাডিশনাল মেডিসিন সেবাসহ বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে সম্প্রতি যে বৈঠক হয়েছে তা দুই দেশের শিক্ষা ও স্বাস্থ্যখাতের পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে।
 

সভাপতির বক্তব্যে বিএমইউর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটি দেশের উচ্চতর মেডিক্যাল শিক্ষা, উন্নত চিকিৎসাসেবা প্রদান ও গবেষণায় প্রধানতম প্রতিষ্ঠান। আজকের অনুষ্ঠানের মাধ্যমে চীনের কুনমিং ইউনিভার্সিটিসহ ইউনান প্রদেশে বিদ্যমান চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান, উন্নত প্রযুক্তিগত প্রতিষ্ঠান সমূহের সুযোগকে বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটিতে কাজে লাগানোর নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। রোবটিক সার্জারি চালু, সফলভাবে লিভার ট্রান্সপ্ল্যান্ট ও বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন চালুসহ বিভিন্ন জটিল জটিল চিকিৎসাসেবা কার্যক্রম চালু করা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। 
 

প্রো ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার তাঁর বক্তব্যে বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটি ও কুনমিং ইউভার্সিটির মধ্যে যৌথ গবেষণা, প্রশিক্ষণ, নলেজ শেয়ারিং, টেকনোলজি ট্রান্সফার, ফ্যাকাল্টি এক্সচেঞ্জ, অবকাঠামোগত উন্নয়নের বিরাট সুযোগ সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন।
 

কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, আজকের অনুষ্ঠান বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটিসহ দেশের মেডিক্যাল শিক্ষা ও সামগ্রিক স্বাস্থ্যখাতের জন্য নতুন এক মাইলস্টোনের শুভ সূচনা করেছে। চীন বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে ১৩৮ দশমিক ২০ মিলিয়ন ইউএস ডলার বরাদ্দ দিবে। যা বাংলাদেশের স্বাস্থ্যসেবায় চীনের সহযোগিতার নতুন দুয়ার খুলে দিয়েছে বলেও উল্লেখ করেন সম্মানিত কোষাধ্যক্ষ।
 

এর আগে, রোববার (২০ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে চীনের কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটির সাথে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক (এমওইউ) স্মাক্ষর হয়।

আরও পড়ুন