Advertisement
Doctor TV

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫


চমেবির একাডেমিক কাউন্সিলের সদস্য নিযুক্ত হলেন চার মেডিকেলের অধ্যক্ষ

Main Image


রাষ্ট্রপতি কর্তৃক চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (চমেবি) একাডেমিক কাউন্সিলের সদস্য নিযুক্ত হলেন অধিভুক্ত চারটি মেডিকেল কলেজের অধ্যক্ষ। আগামী দুই ছরের জন্য ‘অধিভুক্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ’ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন তারা। বুধবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

 

নবমনোনীত একাডেমিক কাউন্সিলের সদস্যরা হলেন- কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মির্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম, চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাহেলা নাজনীন, সাউদার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জয়ব্রত দাশ এবং চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিপু সুলতান।

 

এতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন-২০১৬ এর ধারা ২২(১)(জ) এবং ধারা ২২(২) অনুযায়ী চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে বর্ণিত ব্যক্তিদের দুই বছর মেয়াদের জন্য মনোনয়ন প্রদান করা হলো।

 

জনস্বার্থে জারিকৃত এ আদেশ জারির তারিখ থেকেই কার্যকর হবে বলে এতে উল্লেখ রয়েছে। এ ছাড়া রাষ্ট্রপতি প্রয়োজনে যে কোনো সময় মনোনয়ন বাতিল করতে পারবেন বলেও উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে।

 

আরও পড়ুন