সন্ধানী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) ইউনিটে ২০২৪-২৫ সেশনের নিকট দায়িত্ব হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে সন্ধানী কেন্দ্রীয় পরিষদের আয়োজনে সন্ধানী সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিটের সহায়তায় অনুষ্ঠিত সন্ধানীর ৪৩তম কেন্দ্রীয় বার্ষিক সম্মেলনে নবগঠিত কার্যকরী পরিষদ অনুমোদিত হয়।
সম্প্রতি ১১ এপ্রিল (শুক্রবার) দায়িত্ব হস্তান্তর সভায় উপস্থিত ছিলেন সন্ধানী সিওমেক ইউনিটের সম্মানিত উপদেষ্টা ডা. মোশফিকুর রহমান পিন্টু, ডা. আফরিন জাহান আইয়ুব, ডা. তানিয়া আক্তার, ডা. মাসুদুল হাসান; ডা. মো: জাকারিয়া হোসেন, ডা. মারুফ হাছান ও মো. লিয়াকত হোসেন রাকিব।
সভায় ২০২৪-২৫ সেশনের কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে সাইফুল ইসলাম শাহারিয়া, সভাপতি মাহমুদুল হাসান নোমান ও সাধারণ সম্পাদক আলফাতুন্নেসা মুক্তা সহ ২৮ সদস্যবিশিষ্ট নবগঠিত কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব হস্তান্তর শেষে নবগঠিত কার্যকরী পরিষদের সদস্যদের শপথ পাঠ করান বিদায়ী সেশনের কেন্দ্রীয় প্রতিনিধি ডা. মো. জাকারিয়া হোসেন। পরবর্তীতে আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে উপদেষ্টা পরিষদ গঠন, বিগত কার্যবর্ষের উপর আলোকপাত এবং নবগঠিত পরিষদকে শুভেচ্ছা বিনিময় করা হয়।
আরও পড়ুন