বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড
রেজিস্টার্ড চিকিৎসকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। একইসাথে গত ১১ই মার্চ একজন DMF পেশাজীবীকে 'ডাক্তার হিসেবে সম্বোধন করার ঘটনাকে অনিচ্ছাকৃত প্রশাসনিক পর্যায়ের একটি ভুল বলে দাবি করেছে বেক্সিমকো। সোমবার (১৪ এপ্রিল) বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর পক্ষ থেকে প্রদত্ত এক বিজ্ঞপ্তিতে এ সব কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিটি ডক্টর টিভি অনলাইনের পাঠকদের জন্য নিচে হুবহু তুলে ধরা হলোঃ
সম্মানিত চিকিৎসক মহোদয়গণ
শুভ নববর্ষ ১৪৩২।
বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার অব্যাহত অগ্রযাত্রায় রেজিস্টার্ড চিকিৎসকদের অবদান নিঃসন্দেহে প্রশংসনীয়। আপনাদের পেশাগত নিষ্ঠা, মানবিকতা, ও নিরলস পরিশ্রম এ দেশের স্বাস্থ্যখাতকে আরও দৃঢ় ও কার্যকর করেছে। জাতীয় সংকটের মুহূর্তগুলোতে আপনাদের সাহসী উপস্থিতি ও নিরবচ্ছিন্ন সেবার মানসিকতা সমগ্র জাতিকে আলো দেখিয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে দিনের পর দিন, রাতের গভীরতায় নির্ঘুম ক্লান্তিহীনভাবে দায়িত্ব পালন করে আপনারা যে অসামান্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরস্মরণীয়।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর পক্ষ থেকে আমরা এ মহান পেশায় নিয়োজিত সকল রেজিস্টার্ড চিকিৎসকবৃন্দের (MBBS & BDS) প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আপনাদের পেশাদার নেতৃত্ব, সেবামূলক মানসিকতা এবং সামাজিক দায়বদ্ধতা আমাদের অনুপ্রাণিত করে।
সম্প্রতি, আমাদের প্রতিষ্ঠানের একটি অভ্যন্তরীণ প্রশাসনিক নথিপত্রে একজন DMF পেশাজীবীকে 'ডাক্তার হিসেবে সম্বোধন করা হয়েছে। উক্ত চিঠিটি ১১ মার্চ ২০২৫ তারিখে ইস্যু করা হয়েছিল। আমাদের ভুলটি সংশোধনের সুযোগ করে দেয়ার জন্য আমরা আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এটি ছিল অনিচ্ছাকৃত প্রশাসনিক পর্যায়ের একটি ভুল।
আমরা স্পষ্টভাবে উল্লেখ করতে চাই যে, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশের প্রচলিত আইন ও বিচারিক সিদ্ধান্তের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল এবং হাইকোর্টের সংশ্লিষ্ট রায়কেও আমরা পূর্ণ সম্মান ও গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছি। বর্তমানে আমরা হাইকোর্টের সংশ্লিষ্ট রায় অনুযায়ী আমাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছি। উক্ত ঘটনায় (১১ মার্চ ২০২৫) আমাদের সৃষ্ট অনিচ্ছাকৃত ভুলের কারণে আমরা চিকিৎসকবৃন্দের নিকট আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী।
একইসঙ্গে, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে ভবিষ্যতে এ ধরনের ত্রুটি যেন পুনরায় না ঘটে, সেজন্য আমরা আরও সতর্কতা অবলম্বন করব এবং আমাদের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাকে অধিকতর নিখুঁত, সংবেদনশীল ও দায়িত্বশীল করে গড়ে তুলব।
রেজিস্টার্ড চিকিৎসকবৃন্দের সঙ্গে আমাদের সম্পর্ক শুধুমাত্র একটি পেশাগত সংযোগ নয়, বরং এটি পারস্পরিক সম্মান, আস্থা এবং সহযোগিতার এক দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত একটি গৌরবময় সম্পর্ক। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস আজ যে উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান হিসেবে, তা আপনাদের অমূল্য সহযোগিতা ও আন্তরিক সহানুভূতির ফলেই সম্ভব হয়েছে। ১৯৮৩ সাল থেকে আপনাদের আস্থা ও ভালোবাসার শক্তিকে পাথেয় করে আমরা নিরবিচ্ছিন্নভাবে আপনাদের পাশে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও আপনাদের সঙ্গে পথচলা অব্যাহত রাখবো। চিকিৎসা পেশার সম্মান, দেশের আইন এবং জনকল্যাণমূলক দৃষ্টিভঙ্গির প্রতি আমাদের অবস্থান সর্বদা স্পষ্ট, অটুট ও অনড়।
আরও পড়ুন