Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


গণস্বাস্থ্যে ৩ দিনব্যাপি আন্তর্জাতিক কিডনি সম্মেলন অনুষ্ঠিত

Main Image


গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার ও নেফ্রোলজি বিভাগ আয়োজিত তিনদিনের আন্তর্জাতিক কিডনি (নেফ্রোলজি) সম্মেলন সম্পন্ন হয়েছে। ১০ থেকে ১২ এপ্রিল ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে অনুষ্ঠিত এই সম্মেলনে অংশ নেন দেশ-বিদেশের  শতাধিক কিডনি রোগ বিশেষজ্ঞ।  

 

সম্মেলনের দ্বিতীয় দিন ভিডিও বার্তার মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন কিডনী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও স্বনামধন্য কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হারুন অর রশিদ।

 

ডা. জাফরুল্লাহ চৌধুরীর সহধর্মিণী ও গণস্বাস্থ্য কেন্দ্র জনহিতকর ট্রাস্টের নবনির্বাচিত  চেয়ারপার্সন শিরীন পারভীন হক সম্মেলন আয়োজক ও অংশগ্রহণকারী কিডনি বিশেষজ্ঞগণকে ধন্যবাদ জানান। 
 

উল্লেখ্য, গতকাল ১১ এপ্রিল ছিলো গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। উদ্বোধনী ভাষণে ড. মুহাম্মদ ইউনূস দেশের স্বাস্থ্যসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর অসামান্য অবদানের কথা উল্লেখ করেন।

আরও পড়ুন