Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


মার্চ ফর গাজায় চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদেরকে অংশগ্রহনের আহ্বান ইউমবের

Main Image

মার্চ ফর গাজা


ফিলিস্তিনের নির্যাতিত মানুষের প্রতি সংহতি প্রকাশ এবং "মার্চ ফর গাজা" কর্মসূচী বাস্তবায়নে দেশের সকল চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদেরকে অংশগ্রহনের আহ্বান জানিয়েছে ইউনাইটেড মেডিক্যাল অর্গানাইজেশন্স অব বাংলাদেশ (ইউমব)। শুক্রবার (১১ এপ্রিল) এক সম্মিলিত ঘোষণায় এই আহ্বান জানিয়েছে সংগঠনটি। 

 

চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠনগুলোর সম্মিলিত জোট ইউমব এর সম্মিলিত ঘোষণায় বলা হয়েছে, ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের নিরস্ত্র, নিরপরাধ মানুষের উপর চলমান ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞের প্রতিবাদে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ এর উদ্যোগে শনিবার, ১২ এপ্রিল ২০২৫ তারিখে "মার্চ ফর গাজা"  কর্মসূচী অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা, দেশে ও বিদেশে অবস্থানরত বাংলাদেশি সর্বস্তরের চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীবৃন্দ ফিলিস্তিনের নির্যাতিত মানুষের প্রতি সংহতি প্রকাশ করছি এবং "মার্চ ফর গাজা" কর্মসূচী বাস্তবায়নে অবস্থান নির্বিশেষে দেশের সকল চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীবৃন্দকে অংশগ্রহনের আহ্বান করছি।

 

সম্মিলিত ঘোষণায় বলা হয়, প্রায় সাড়ে ৫ হাজার কিলোমিটার দূরের বন্ধুপ্রতীম একটি দেশে যখন বৈশ্বিক পরাশক্তিগুলোর প্রত্যক্ষ সমর্থনে গণহত্যা চলছে, তখন আমরা এর নীরব প্রত্যক্ষদর্শী হতে পারি না। আমরা "মার্চ ফর গাজা" কর্মসূচীর পূর্ণাঙ্গ সফলতা কামনা করছি।

আরও পড়ুন