Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


মার্চ ফর গাজায় বিশেষজ্ঞ চিকিৎসকদের দিনব্যাপী ফ্রি চিকিৎসার আয়োজন

Main Image

মার্চ ফর গাজা


গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ঢাকায় অনুষ্ঠিতব্য মার্চ ফর গাজা' কর্মসূচিকে কেন্দ্র করে সার্বিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে গঠিত হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি মেডিকেল টিম।  শনিবার (১২ মার্চ) ' দিনব্যাপী এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে সেবা প্রদান করবে এই মেডিকেল ইউনিট। পুরো কার্যক্রমে অংশ নিচ্ছে ডাক্তারদের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

 

কর্মসূচি উপলক্ষে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হবে ১০টি জরুরি সেবা বুথ। প্রতিটি বুথে দায়িত্ব পালন করবেন ১৫-২০ জনের একটি দল, যার মধ্যে থাকবেন চিকিৎসক, নার্স ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা। দিনব্যাপী এই বুথগুলোতে প্রাথমিক চিকিৎসা ছাড়াও সরবরাহ থাকবে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ।

 

বুথে আসা অংশগ্রহণকারীরা বিনামূল্যে রক্তচাপ ও গ্লুকোজ পরীক্ষা করানোর সুযোগ পাবেন। বিশেষভাবে প্রস্তুত রাখা হয়েছে ৬টি অ্যাম্বুলেন্স, যাতে যেকোনো জরুরি অবস্থায় দ্রুত চিকিৎসা কেন্দ্র বা হাসপাতালে রোগী স্থানান্তর করা যায়।

 

ন্যাশনাল ডক্টরস ফোরামের এক মুখপাত্র জানান, ‘গাজাবাসীর প্রতি সহমর্মিতা জানাতে যারা রাজপথে অংশ নিচ্ছেন, তাদের যেন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হতে হয়—সেই লক্ষ্যে আমরাও উদ্যোগ নিচ্ছি।’ 

 

তিনি আরও বলেন, মার্চ ফর গাজা' কর্মসূচিতে চিকিৎসকদের  স্বেচ্ছাসেবী অংশগ্রহণ একটি মানবিক দায়িত্বের অংশ, যেখানে রাজনীতির ঊর্ধ্বে উঠে কেবল মানুষের পাশে দাঁড়ানোই মুখ্য।

আরও পড়ুন