অধ্যাপক ডা. কাজল কান্তি চৌধুরী
পৃথিবীর মায়ার বাঁধন ছেড়ে চলে গেলেন ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিকেল কলেজের সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. কাজল কান্তি চৌধুরী। বুধবার (৯ এপ্রিল) তিনি মৃত্যুবরণ করেন। সামাজিক যোগাযোগ মা্ধ্যমে এ তথ্য জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন ইউরোলজিস্ট ডা. সাঈদ সুজন।
অধ্যাপক ডা. কাজল কান্তি চৌধুরী ছিলেন ময়মনসিংহ মেডিকেলের ম-১০ ব্যাচের ছাত্র।
প্রসঙ্গতঃ অনেক বছর ধরে প্রতিদিন পলিটেকনিক মোড় থেকে শুরু করে বিসিকের মোড় পর্যন্ত ড্রেন নিজ দায়িত্বে পরিষ্কার করতেন তিনি। ২০০০ সালের গোড়ার দিকে নগরীর মাসকান্দা এলাকার তিন তলা বাড়ি কিনেন অধ্যাপক ডা. কাজল কান্তি চৌধুরী। নিজের বাসার সামনের ড্রেন নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্ন না করায় ময়লা-আবর্জনা আর পলিথিন জমে যাওয়ায় দুর্গন্ধ ছড়াতো। এতে করে পরিবেশও ছিল হুমকির মুখে। সেই থেকেই নিজের বাড়ির সামনের ড্রেন নিয়মিত পরিস্কার করার কাজ শুরু করেন অধ্যাপক ডা. কাজল কান্তি চৌধুরী।
আরও পড়ুন