Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বরাদ্দ স্বাস্থ্য বাজেটের মাত্র ৪ দশমিক ২ শতাংশ

Main Image


বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশের জন্য উচ্চ রক্তচাপসহ নানা অসংক্রামক রোগ দায়ী। অথচ অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে অর্থ বরাদ্দের পরিমাণ মোট স্বাস্থ্য বাজেটের মাত্র ৪ দশমিক ২ শতাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজেটে এ খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

 

৯ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৫ উপলক্ষে অ্যাডভোকেসি ও গবেষণা প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত 'জনস্বাস্থ্য সুরক্ষায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ: বাংলাদেশ প্রেক্ষিত' শীর্ষক এক ওয়েবিনারে অংশ নিয়ে তারা এ পরামর্বশ দেন। এ আয়োজনের সহযোগী হিসেবে ছিল গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)।

 

বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশে বিভিন্ন অসংক্রামক রোগের অন্যতম কারণ হলো উচ্চ রক্তচাপ। তবে উচ্চ রক্তচাপসহ অন্যান্য অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে অর্থ বরাদ্দের পরিমাণ মোট স্বাস্থ্য বাজেটের মাত্র ৪ দশমিক ২ শতাংশ, যা প্রয়োজনের তুলনায় খুবই কম বলে মত দেন তারা।

 

এই পরিস্থিতি মোকাবিলা করতে আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এ খাতে বরাদ্দ বাড়ানোসহ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন অপরিহার্য বলেও মত দেন বক্তারা।

 

উচ্চ রক্তচাপের ঝুঁকি নিয়ন্ত্রণে আনতে দেশের সব কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ নিশ্চিত করার প্রয়োজনীয়তা উল্লেখ করে বিশেষজ্ঞরা বলেন, উদ্বেগজনক এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উচ্চ রক্তচাপের ওষুধ সঠিক সময়ে সরবরাহ করা জরুরি। সে কারণে টেকসই অর্থায়ন প্রয়োজন।

 

স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি বেইজড হেলথ কেয়ারের (সিবিএইচসি) লাইন ডিরেক্টর ডা. মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, 'সরকার উপজেলা হেলথ কমপ্লেক্স এবং কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহের উদ্যোগ নিয়েছে। এই মুহূর্তে ওষুধের কিছুটা ঘাটতি রয়েছে। তবে আমরা দ্রুতই তা কাটিয়ে উঠতে পারব।'

 

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. আবু জামিল ফয়সাল বলেন, উচ্চ রক্তচাপের প্রকোপ যেন না বাড়ে, সে জন্য খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। সেই সঙ্গে বাজেট বৃদ্ধির বিষয়ে বিশেষভাবে জোর দেওয়ারও আহ্বান জানান তিনি।

আরও পড়ুন